গতকাল মুক্তি পেয়েছে নায়ক রিয়াজ অভিনীত বিগ বাজেটের আলোচিত ছবি জমিদার। শাহীন সুমন পরিচালিত এ ছবিটি মুক্তির প্রথম দিন প্রত্যাশিত রিসিপশন পেয়েছে। অনেকেই ধারণা করছেন ছবিটি সুপারহিট ব্যবসা করবে। জমিদার এবং সাম্প্রতিক অন্যান্য বিষয় নিয়ে কথা বলেছেন ছবির নায়ক রিয়াজ জমিদার প্রসঙ্গে বলুন। ছবির কাজ শুরু হয় প্রায় আড়াই বছর আগে। অল্প কিছু কাজ হওয়ার পর জমিদার ছবির কাজ স্থগিত হয়ে যায়। পরে নতুন করে কাজ শুরু হয়। ছবির গল্পটি অসাধারণ। সবচেয়ে বড় কথা, এটি বিগ বাজেটের ছবি। গতকালই এ ছবিটি দেখতে দর্শক সিনেমা হলে হুমড়ি খেয়ে পড়েছেন বলে শুনেছি। আবারও প্রমাণ হলো, ভালো ছবি হলে সে ছবি দর্শক দেখবেই। ছবিতে আপনার চরিত্রটি কতখানি গুরুত্বপূর্ণ? ছবিতে নায়ক চরিত্রে আমি অভিনয় করেছি। আমার নায়িকা পূর্ণিমা। অবশ্যই চরিত্রটি গুরুত্বপূর্ণ এবং আমার চরিত্রটিই গল্পের মোড় ঘুরিয়ে দেয়। ছবিতে ডিপজল, রুবেলের মতো তারকা শিল্পী আছেন। তারপরও আপনার কতটুকু কাজ করার সুযোগ ছিল? দেখুন, পুরো ছবিতে প্রতিটি দৃশ্যে থেকেও দর্শক মনে স্থান পাওয়া যায় না। আবার একটিমাত্র দৃশ্যে হৃদয় ছোঁয়া কাজ করতে পারলে এবং সেই দৃশ্যটি যদি ছবির গুরুত্বপূর্ণ অংশ হয় তাহলে সে কাজ করাই শ্রেয়। জমিদার ছবিতে আমি সে ধরনের চরিত্রেই কাজ করেছি। গল্পটি কেমন? আগেই বলেছি চমত্কার। বৈচিত্র্যময় গল্প জমিদার। ছবিতে ডিপজল আর রুবেল ভাই ঘনিষ্ঠ বন্ধু থাকে। নানা কারণে এবং ষড়যন্ত্রে তাদের মধ্যে বিবাদ হয়। বন্ধুত্ব রূপ নেয় শত্রুতায়। আমি অভিনয় করেছি রুবেলের ভাইয়ের চরিত্রে। এক পর্যায়ে পরিচয় গোপন করে আমি ডিপজলের বাড়িতে কাজ নেই। আমার উদ্দেশ্য থাকে তাদের ভাঙা সম্পর্ক জোড়া দেয়া। আর পূর্ণিমা ডিপজলের বোন। তার সঙ্গে প্রেম হয় আমার। আমরা দু’জন মিলে তাদের সম্পর্ক ঠিক করে দেই। নতুন কোন্ ছবির কাজ করছেন? নতুন তেমন কোনো ছবিতে কাজ করছি না। আসলে প্রস্তাব যে একেবারে আসছে না তা নয়। মাঝে মধ্যে কাজের প্রস্তাব পাই। কিন্তু ক্যারিয়ারের এই পর্যায়ে এসে সব ছবিতে কাজ করতে চাই না। আমি চাই বছরে একটি ছবিতে কাজ করলেও তা হবে ভালো মানের। যেনতেন মানের ছবিতে কাজ করে আমার ইমেজ নষ্ট করতে চাই না। ছবি প্রযোজনার খবর কী? হৃদয়ের কথা ছবির সাফল্যের পর দ্রুতই নতুন ছবির কাজ শুরু করা উচিত ছিল। কিন্তু ওই যে আমি যেনতেন মানের ছবিতে কাজ করতে চাই না বলেই এতদিন অপেক্ষা করেছি। একটি ভালো গল্প খোঁজার চেষ্টা করেছি। দুটি গল্প পছন্দ হয়েছে। আশা করছি নতুন বছরেই একসঙ্গে এ দুটি ছবির কাজ শুরু করতে পারব। আর ব্যবসা? একটি সফট ড্রিঙ্ক কোম্পানি খুলেছি। এরই মাঝে নতুন এই পানীয়র টিভি বিজ্ঞাপনও তৈরি করেছি। আশা করছি ভোক্তাদের কাছে পণ্যটি জনপ্রিয় হবে। সংসার জীবনে নতুন কোনো খবর আছে? আপতত না। দোয়া করবেন। সাক্ষাত্কার : বিনোদন প্রতিবেদক