মাধুরী দীক্ষিতের এমনই বদনসিব, ভক্তদের সঙ্গে নাকি কথাই বলতে পারছেন না আজকাল! তবে ভক্তরা কিন্তু ঠিকই চুটিয়ে আড্ডা দিচ্ছে তাঁর সঙ্গে! কীভাবে? হ্যাঁ, সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট টুইটারের বদৌলতেই। তবে মাধুরী কেন আফসোস করছেন? কারণ, ওই টুইটারই। এ বছরের ৩০ মে সাধ করে টুইটারে একটা অ্যাকাউন্ট খুলেছিলেন মাধুরী। কিন্তু কদিন পরই কে বা কারা একাধিক ভুয়া অ্যাকাউন্ট খুলে বসে তাঁর নামে। ভক্তরাও না বুঝে সেই ভুয়া অ্যাকাউন্টের নকল মাধুরীর সঙ্গে ভাবের আদান-প্রদান করছে। তাই টুইটারের প্রধান কার্যালয়ে যোগাযোগ করতেও দেরি করেননি বলিউড তারকা। নিজের আসল অ্যাকাউন্টটি উদ্ধার করতে প্রয়োজনীয় তথ্য-প্রমাণও দিয়েছিলেন সে সময়ই। মাধুরীর আশা, খুব দ্রুতই ভুয়া অ্যাকাউন্টগুলো জব্দ করবে টুইটার। ওয়েবসাইট।
In : ওয়েবসাইট