জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ১১তম সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ড ২০০৯। ৩১ জুলাই শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত এই আসরে উপস্থিত হয়েছিলেন শোবিজের তারকা, শিল্পী কলাকুশলিরা। অনুষ্ঠানের প্রথম পর্বে বক্তব্য রাখেন গ্লোব সফট ড্রিংকস লিমিটেডের চেয়ারম্যান মো. হারুনুর রশিদ, অনুষ্ঠানের মিডিয়া পার্টনার একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালাম, সিজেএফবির প্রেসিডেন্ট এনাম সরকার প্রমুখ। দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হয় বেবী নাজনিনের গান দিয়ে। এরপর আজীবন সম্মাননা দেওয়া হয় অভিনেতা ও মিডিয়া ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূরকে। কৃষি উন্নয়নের লক্ষ্যে গণমাধ্যমে বিশেষ ভূমিকা রাখায় বিশেষ সম্মাননা পান শাইখ সিরাজ। অনুষ্ঠানের নানা পর্বে গান গেয়ে শোনান নগরবাউল জেমস, হাবিব, বালাম, মিলা, তিশমা, আজমেরী নির্ঝর ও ব্যান্ড দূরবীণ। গানের সঙ্গে পারফর্মেন্স করেন অভিনেতা হাসান মাসুদ ও ফারাহ রুমা, তিনি্ন, শখ, প্রভা ও হিল্লোল, বিন্দু ও সজল, শাহেদ ও জলি, মিম এবং আলিশা প্রধান। নাটিকা পরিবেশন করেন বাঁধন ও তোতামিয়াখ্যাত অপু। ২০০৯ সালের সেরা মডেলের অ্যাওয়ার্ড জিতেছেন জেমস ও শখ, সেরা সংগীত শিল্পী বেবী নাজনিন ও হাবিব ওয়াহিদ, সেরা সংগীত পরিচালক বালাম, সেরা পপ শিল্পী মিলা, সেরা উদীয়মান শিল্পী নির্ঝর এবং জয় ও আরফিন রুমী। টেলিভিশনের সেরা অভিনেতা তৌকীর আহমেদ, সেরা অভিনেত্রী জয়া আহসান, সেরা পরিচালক সকাল আহমেদ, সেরা পরিচালক (ক্রিটিক্স) মেজবাউর রহমান সুমন, সেরা একক নাটক 'তবুও আঙ্গুরলতা নন্দকে ভালোবাসে', সেরা ধারাবাহিক নাটক 'ললিতা', চলচ্চিত্র বিভাগে সেরা নায়ক হয়েছেন শাকিব খান, সেরা নায়িকা অপু বিশ্বাস, সেরা চলচ্চিত্র 'আমার প্রাণের প্রিয়া', সেরা পরিচালক গিয়াস উদ্দিন সেলিম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রুনা লায়লা, আলাউদ্দিন আলী, চাষী নজরুল ইসলাম, মাহি বি চৌধুরী, অভিনেতা ইমন, নিরব, সাজু, আলিফ, রূপ বিশেষজ্ঞ কানিজ আলমা খান প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন অভিনেতা অপূর্ব, নওশীন মৌ ও আলিফ।