হাবিব ওয়াহিদের চাচাতো ভাইবোন সংগীতশিল্পী সায়ান ও এরশাদ। এই তিন ভাইবোন মিলে একটি অ্যালবাম তৈরি করছেন। এতে সায়ান ও এরশাদের কণ্ঠে তিনটি এবং হাবিবের কণ্ঠে দু-একটি গান থাকবে। নতুন দুটি গানের পাশাপাশি সায়ান গেয়েছেন চাচা ফেরদৌস ওয়াহিদের গাওয়া 'আগে যদি জানতাম'। এরশাদ গেয়েছেন বাবা খসরু ওয়াহিদের গাওয়া 'সুখেই না হয় নাই ডাকো'। সায়ান ও এরশাদের গানের রেকর্ডিং শেষ। হাবিবের গানগুলো হয়ে গেলেই ঈদে অ্যালবামটি গানপোকার ব্যানারে বাজারে আসতে পারে বলে জানিয়েছেন এরশাদ। তিনি আরো বলেন, 'তিন ভাইবোনের এ অ্যালবামটি করার পরিকল্পনা অনেক দিনের। এবার সেই আশা পূরণ হতে যাচ্ছে ভেবে আমরা প্রত্যেকেই আনন্দিত।' আর সায়ান বলেন, 'কাজটি নিজেদের ভালো লাগা থেকেই করছি।'
In : হাবিব