ঈদে পাকিস্তানে নিষিদ্ধ হতে যাচ্ছে বলিউডের ছবি! এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি কর্তৃপক্ষ। কিন্তু দেশটির নানা সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে পাকিস্তানের সংস্কৃতি মন্ত্রণালয় এমন সিদ্ধান্ত নেওয়ার কথাই চিন্তা করছে বলে জানা গেছে। সিনেমা দেখা ছাড়া পাকিস্তানিদের ঈদের আনন্দটা যেন ঠিক জমে না। তাই ঈদের ছুটিতে প্রচুর মানুষ সিনেমা দেখে। কিন্তু ভারতীয় ছবির সঙ্গে দৌড়ে পেছনে পড়ে থাকে পাকিস্তানের ছবিগুলো। তাতে স্থানীয় সিনেমা শিল্প বাধার সম্মুখীণ হচ্ছে। ক্ষতির মুখে পড়ছেন নির্মাতারা। এমন নানা অভিযোগ এনে পাকিস্তানের নির্মাতারা সরকারের কাছে একটি প্রস্তাবনা দাখিল করেছেন। তার ভিত্তিতেই সম্প্রতি পাকিস্তানের সংস্কৃতিমন্ত্রী আফতাব শাহ জিলানি আভাস দিয়েছেন, সরকার ঈদ-উল-ফিতরের সময় পাকিস্তানে ভারতীয় ছবি মুক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করতে পারে।
In : ওয়েবসাইট