Posted by Md. Amir on Monday, August 2, 2010
চলচ্চিত্রে অভিষেক ঘটল প্রথমবারের ডি রকস্টার বিজয়ী শুভর। ইফতেখার আহমেদ ফাহমির 'টু বি কন্টিনিউড' চলচ্চিত্রের একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। ফুয়াদের সুর ও সংগীত পরিচালনায় গানটির কথা লিখেছেন শাহান কবন্ধ।
৩০ জুলাই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নকিয়া আয়োজিত কনসার্টে গানটি গেয়ে শ্রোতার প্রশংসাও কুড়ান শুভ। এ প্রসঙ্গে শুভ বলেন, 'প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে কণ্ঠ দিতে পেরে আমি বেশ উল্লসিত। আমি যে ধাঁচের গান করি এটি সে ধাঁচেরই। সাধারণত আমাদের চলচ্চিত্রে এমন ধাঁচের গান হয় না।'