Posted by Md. Amir on Monday, August 2, 2010
'মনপুরা' ছবিতে সর্বশেষ গিয়াসউদ্দীন সেলিমের পরিচালনায় অভিনয় করেছিলেন ফজলুর রহমান বাবু। আবারও সেলিমের পরিচালনায় একটি নাটকে অভিনয় করতে যাচ্ছেন ফজলুর রহমান বাবু। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের 'হারানো সুর' গল্প অবলম্বনে নির্মিত হবে নাটকটি। নাটকে ফজলুর রহমান বাবুর সঙ্গে দেখা যাবে জয়া আহসানকে। এ মাসের শেষের দিকে নাটকটির শুটিং শুরু হবে। পরিচালক বলেন, ভালো গল্প খুঁজছিলাম। তারাশঙ্করের এ গল্পটা পছন্দ হয়ে যায়। সে কারণেই এ গল্পটা নিয়ে কাজ করার উদ্যোগ নিয়েছি।' আগামী ঈদে নাটকটি চ্যানেল আইয়ে প্রচারিত হবে।