Posted by Md. Amir on Monday, August 2, 2010
ঢাকা ও কলকাতার চলচ্চিত্রশিল্পীদের নিয়ে ক্রিকেট ম্যাচ আয়োজন করবে বাংলাদেশ চলচ্চিত্রশিল্পী সমিতি। নভেম্বরে ঢাকা এবং শিলিগুড়িতে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। ঢাকা ও কলকাতার চলচ্চিত্রশিল্পীরা একে অন্যের বিপরীতে খেলবেন। প্রথম ম্যাচটি হবে ঢাকায়, পরে শিলিগুড়িতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ। টিকিট বিক্রির টাকা দুস্থ শিল্পীদের জন্য ব্যয় করা হবে। শিল্পী সমিতির সভাপতি মিজু আহমেদ বলেন, 'টালিগঞ্জ শিল্পী সমিতির সভাপতি বিপ্লব চ্যাটার্জির সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি সম্মতিও দিয়েছেন। কলকাতার শিল্পীদের সঙ্গে কথা বলে নভেম্বরেই আমরা প্রথম ম্যাচের তারিখ ফাইনাল করব।'