গত শনিবার ভারতের গুরগাঁও শহরে আয়োজন করা হয়েছিল রাহাত ফতেহ আলী খানের লাইভ কনসার্ট। কনসার্টের প্রায় হাজারতিনেক টিকিটও বিক্রি হয়ে গিয়েছিল আগাম। কিন্তু সব আয়োজন যখন চূড়ান্ত, তখন ভিসা জটিলতায় আটকে গেলেন রাহাত। আসতে পারেননি ভারতে। আয়োজক প্রতিষ্ঠান ট্রিজে ইভেন্টস তাই পাকিস্তানের এ শিল্পীর বিরুদ্ধে থানায় অভিযোগ ঠুকে দিয়েছে। অভিযোগে তারা জানিয়েছে, 'কনসার্টের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। রাহাত ফতেহ আলী খান না আসায় কনসার্ট বাতিল করার ফলে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। বিক্রীত সব টিকিটের দাম আমরা ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছি।' পুলিশ জানিয়েছে, তারা অভিযোগ নিয়ে ভাবছে। তবে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।