http://www.prothom-alo.com/resize/maxDim/460x1000/img/uploads/media/2010-07-30-10-22-51-047413500-nollo.jpg

নওশীন এখন কাজ করছেন শফিকুল ইসলাম ভৈরবীর শুয়াচান পাখি সিনেমায়। এরই সঙ্গে শুরু করছেন দ্বিতীয় ছবির কাজও। আর ওই ছবিতে নায়ক থাকছেন ছোট পর্দার অভিনেতা হিল্লোল। সিনেমায় এটা দুজনেরই প্রথম কাজ হলেও দুটি নাটকে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। এগুলোর একটি ছিল ধারাবাহিক এবং অন্যটি এক ঘণ্টার নাটক। হ্যালো অমিত নামের এ ছবিটি পরিচালনা করবেন শঙ্খ দাশগুপ্ত। নির্মাতা সূত্রে জানা গেছে, ১৫ সেপ্টেম্বর থেকে ছবিটির নির্মাণকাজ শুরু হবে। হ্যালো অমিত সম্পর্কে নির্মাতা শঙ্খ দাশগুপ্ত বলেন, ছবির গল্প একটা ছেলের চলচ্চিত্র নির্মাতা হওয়ার স্বপ্নকে নিয়ে। সে স্বপ্ন দেখে একদিন অনেক বড় একজন নির্মাতা হবে। আর এ স্বপ্নটাই ছেলেটিকে সব সময় তাড়িয়ে বেড়ায়। নির্মাতা হিসেবে কাজ করবেন হিল্লোল। আপাতত এটুকুই বলতে চাচ্ছি। বাকিটা ছবি মুক্তি পেলে দর্শকেরা দেখতে পাবেন। চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে হিল্লোল বললেন, ‘অনেক দিন ধরে ছবিতে কাজ করব ভাবছিলাম। শেষে সেটা হতে যাচ্ছে। আমি সব সময় চেয়েছিলাম যে ছবিটিতে আমি অভিনয় করব সেটির গল্প হবে খুব স্মার্ট, যা দর্শক খুব সহজে গ্রহণ করতে পারবে। সবকিছু দেখে মনে হলো হ্যালো অমিত আমার প্রত্যাশার কাছাকাছি একটি ছবি। তাই দেরি না করে ছবিটিতে অভিনয়ের জন্য রাজি হয়ে গেলাম।’ নওশীন বলেন, ‘এটি আমার দ্বিতীয় ছবি। আমি শুয়াচান পাখি নামের একটি ছবিতে কাজ করেছি। হ্যালো অমিত ছবির গল্পটিও আমার খুব ভালো লেগেছে। তাই কাজ করতে রাজি হলাম। আমার বিশ্বাস খুব ভালো একটি ছবি উপহার দিতে যাচ্ছি আমরা।’ ছবিটি প্রযোজনা করছেন জে কে প্রোডাকশন।