দর্শকদের সামনে নতুন রূপে কৌন বনেগা ক্রোড়পতি (কেবিসি) নিয়ে আসছেন অমিতাভ বচ্চন। বলা হচ্ছে, সঞ্চালক বিগ বি ছাড়া কেবিসির বাদবাকি সবকিছুতেই থাকছে পরিবর্তনের ছোঁয়া। এমনকি অনুষ্ঠানটির লোগো পর্যন্ত পাল্টে যাচ্ছে। সম্প্রতি অমিতাভ বচ্চনের পরামর্শে সনি কর্তৃপক্ষ লোগো পাল্টানোর ব্যাপারে একমত হলো। ‘ভারতীয় মুদ্রা রুপির নতুন প্রতীকটি কেবিসির লোগোতে সংযোজনের প্রস্তাব দিয়েছিলাম। সনি কর্তৃপক্ষ সাদরে সেটা গ্রহণ করে এবং লোগোটি আগের চেয়ে অনেক ভালো দেখাচ্ছে।’ টুইটারে লেখা এক বার্তায় এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করলেন ৬৭ বছর বয়সী এই অভিনেতা। ওয়েবসাইট।
In : ওয়েবসাইট