একেই বলে খ্যাতির বিড়ম্বনা। 'সল্ট' ছবির প্রিমিয়ার শোতে গিয়ে রীতিমতো ভক্তের আক্রমণের শিকার হয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি। অবশ্য বেশি কিছু হওয়ার আগেই আত্দরক্ষা করেছেন। মস্কোতে সল্ট ছবির বিশেষ এক প্রিমিয়ারের জোলিকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। ৩৫ বছর বয়সী অভিনেত্রী যখন গালিচা দিয়ে হেঁটে যাচ্ছেন, তখনই হঠাৎ পাশের জটলা থেকে অতি উৎসাহী এক নারী ভক্ত দৌড়ে এসে জাপটে ধরল তাঁকে। একটু ধস্তাধস্তি করে জোলি নিজেকে মুক্ত করে বেঁচেছেন ভক্তের হাত থেকে। আর নিরাপত্তাকর্মীরা চলে আসার আগেই ভিড়ে মিশে গিয়ে উৎসাহী ভক্তটিও পালিয়ে বেঁচেছে।
http://www.dailykalerkantho.com/admin/news_images/239/thumbnails/image_239_76549.jpg