হঠাৎ করেই গড়ে উঠেছে বন্ধুত্বটা। নানাজন নানা অর্থ খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু এসব নিয়ে বোধহয় মাথা ঘামাচ্ছেন না তাঁরা। নিজেদের বন্ধুত্বটা আরো পাকাপোক্ত করে নেওয়াটাই বুঝি এখন দুই খানের উদ্দেশ্য। কদিন পরই বন্ধু দিবস। উদ্দেশ্যটা বাস্তবায়নে এর চেয়ে বড় উপলক্ষ আর কী হতে পারে! তাই বন্ধু দিবসে পিপলি লাইভের বিশেষ প্রিমিয়ারে শাহরুখকে আমন্ত্রণ জানিয়েছেন আমির। নিজের কাজে তাঁরা দুজনই এখন লন্ডনে। কদিন আগে লন্ডনের এক রেস্তোরাঁয় একসঙ্গে ডিনারও করেছেন তাঁরা। এবার বন্ধু দিবসে শাহরুখের সম্মানে লন্ডনে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত পিপলি লাইভের বিশেষ প্রিমিয়ার আয়োজন করতে চাইছেন আমির।