রানী কুঠির বাকী ইতিহাস ছবির পর নির্মাতা সামিয়া জামান আবার চলচ্চিত্র নির্মাণ করছেন। ছবির নাম ছেলেটা। ২০০৯-১০ সালের জন্য তিনি চলচ্চিত্র নির্মাণে অনুদান পেয়েছেন। এবার তিনি নির্মাণ করছেন শিশুতোষ চলচ্চিত্র। নির্মাণাধীন এ ছবিতে অভিনয় করবেন রাজ্জাক, তিন্নি ও ফেরদৌস।
পরিচালক সামিয়া বললেন, আসলে একটি বাচ্চাকে নিয়ে ছবির গল্প। একটি বাচ্চা গ্রাম থেকে পালিয়ে ঢাকা শহরে চলে আসে। এরপর তার জীবনটা কেমন হয়। কীভাবে সে বেড়ে ওঠে। তার জীবনের চড়াই-উতরাই—সবকিছুই এ ছবির গল্পে ফুটে ওঠে। এখানে বিভিন্নভাবে আসেন ফেরদৌস, তিন্নি ও রাজ্জাক।
জুলফিকার রাসেলের কাহিনি অবলম্বনে নির্মীয়মাণ এ ছবিতে মোট পাঁচটি গান থাকবে। এখন গানগুলো রেকর্ডিং করার কাজ চলছে। অনুদানের ছবিতে কাজ করার প্রসঙ্গে রাজ্জাক বললেন, ‘শিশুদের ছবিতে সাধারণত কাজ করা হয় না। তবে আমাকে যখন ছবিটিতে কাজ করার প্রস্তাব দেওয়া হলো, তখন মনে হলো যে কাজটা করতে পারি। সামিয়া এর আগে একটি ছবি বানিয়েছিলেন। ছবিটির গানগুলো বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছিল। আশা করছি, সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি ভালো ছবি উপহার দিতে পারব।’
In : ফেরদৌস