হুমায়ূন আহমেদের কোথাও কেউ নেই নাটকে ফাঁসি হয়েছিল বাকের ভাইয়ের। মুনার চোখে আজও পানি ঝরে। মুনার দুঃখ সহ্য করতে পারে না হিমু। পণ করে বাকের ভাইকে খুঁজে বের করবে। হিমুর কথা শুনে সবাই তাকে পাগল বলে। হিমু সত্যি সত্যি বাকের ভাইকে স্বপ্নে দেখে এবং তাকে খুঁজতে থাকে। মুনাকে বলে সে বাকের ভাইকে দেখাবে। মুনার দুই চোখ ভরা বিস্ময়। কোনটা সত্যি?
একদিন সত্যি সত্যি হিমুর সঙ্গে দেখা হলো বাকের ভাইয়ের। বাকের ভাইয়ের অনেক কষ্ট। বদির খোঁজ জানতে চায়। মজনু কোথায়? আর মুনা, ও কী আগের মতোই আছে?
নির্মাতা রেদোয়ান রনি এভাবেই বাকের ভাই ও হিমুকে মুখোমুখি করেছেন। আসছে ঈদে দেশ টিভির জন্য সাত দিনব্যাপী বাকের ভাই, হিমু শিরোনামে যে ধারাবাহিক নাটক তৈরি করছেন রনি, এটি ছিল সেই নাটকেরই শুটিংয়ের দৃশ্য।
রনি বললেন, ‘কাজটা করতে গিয়ে আমরা সবাই রোমাঞ্চিত হচ্ছি। অসাধারণ কিছু অভিজ্ঞতা অর্জন করছি আমরা।’
নাটকে বাকের ভাই চরিত্রে অভিনয় করছেন আসাদুজ্জামান নূর, মোশাররফ করিম, সুবর্ণা মুস্তাফাসহ আরও অনেকে।
In : আসাদুজ্জামান নূর