http://www.prothom-alo.com/resize/maxDim/460x1000/img/uploads/media/2010-07-29-17-20-25-062750700-mila.jpg
মিলা গান করছিলেন বাংলাভিশনে। মিলার এ গানের অনুষ্ঠানটি গত বুধবার রাতে বাংলাভিশন চ্যানেলের স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। অনেক ভক্ত-দর্শকেরা মিলাকে ফোন করে অনুরোধের গান গাইতে বলছিলেন। হঠাৎ ফোন করলেন হূদয় খান। মিলা তো প্রথমে অবাক। ‘হূদয়, তুমি দেশে ফিরলা কবে?’ হূদয় জবাব দিলেন এবং মিলার সঙ্গে কুশলাদি বিনিময় করলেন। হঠাৎই মিলা হাসতে হাসতে প্রশ্ন করলেন, ‘আমার টাকা কোথায়?’ প্রশ্নের উত্তর দেওয়ার আগেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। অনুষ্ঠানের উপস্থাপিকা মিলাকে বললেন, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে বিচ্ছিন্ন হলো নাকি হূদয় সংযোগ বিচ্ছিন্ন করলেন, তা বোঝা গেল না। অবশ্য এর পরই মিলা হূদয়ের বেশ প্রশংসাই করছিলেন। হূদয়ের কাজ এবং তাঁর গানের ধরন যে শ্রোতাপ্রিয়তা পেয়েছে, সেটিও বলতে ভুললেন না মিলা।