দর্শকদের সামনে প্রতি বছরই হাজারো উৎকণ্ঠা আর ভালোলাগার চমৎকার সব আকর্ষণ নিয়ে হাজির হয় রিয়ালিটি শো 'আমেরিকান আইডল। আসছে সিজন আটের নতুন আকর্ষণটা গেল বছরগুলো থেকে চমকপ্রদ। এবার দর্শকরা প্রধান বিচারকের তালিকায় দেখতে পারেন আমেরিকান পপশিল্পী জেনিফার লোপেজকে। হয়তো প্রতিযোগীদের সঙ্গে ইচ্ছেমতো গলা মিলিয়ে গাইবেন নিজের চমৎকার সব গান। পওলা আবদুল, সাইমন কাওয়েল ও কারা ডিওগোয়ারদির সঙ্গে প্রতিযোগীদের দোষ-গুণ বিচার করবেন লোপেজ। প্রতিযোগী ও টেলিভিশনের দর্শকদের জন্য এটা সত্যিই অনেক বড় পাওয়া। ডেডলাইন ডট কমের তথ্য অনুযায়ী লোপেজের ম্যানেজার বেনি মেদিনা কয়েক দিনের মধ্যেই প্রতিযোগিতার প্রযোজকমণ্ডলী ও প্রতিযোগীদের সঙ্গে এক বৈঠকে বসবেন। সেদিন লোপেজ অনুষ্ঠান নিয়ে তাঁর সব পরিকল্পনা প্রকাশ করবেন। সবার ধারণা, অনুষ্ঠানটি নিয়ে তাঁর চিন্তাটা নিশ্চয়ই ভিন্ন মাত্রা দেবে আমেরিকান আইডলের সিজন আটকে।
In : ওয়েবসাইট