http://www.dailykalerkantho.com/admin/news_images/240/thumbnails/image_240_76775.jpg

ধ্রুব এষের রচনা ও নুরুল আলম আতিকের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হয়েছে নাটক 'হাইওয়ে'। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হিল্লোল, সোহানা নূর, চৈতি, জয়রাজ ও এস এম মহসিন। রুমি প্রফেশনাল ফটোগ্রাফার। আর দশ জনের মতো রুমির দাম্পত্য জীবনেও জটিলতা হয়েছে, এ রকম মুহূর্তে সে রাস্তায় নেমে আসে। এই যাত্রায় সান্টিয়াগোর সঙ্গে দেখা হয় তার_সে বউ মাছ ধরবে বলে জাল বুনে চলেছে। রুমির গাড়িতে উঠে আসে এক অলীক রমনী; তার নাম হিজল। তাদেরকে নিয়েই এ নাটকের গল্প।