অভিনয় শিল্পী ফজলুর রহমান বাবু, চঞ্চল চৌধুরী, আ খ ম হাসান ও শামীম জামানের গাওয়া গান নিয়ে বাজারে আসছে মিক্সড অ্যালবাম 'পরান বন্ধুরে'। অ্যালবামে গান রয়েছে ১০টি। পাঁচটি গানের কথা লিখেছেন অভিনেতা শামীম জামান, একটি করে গান লিখেছেন অভিনেতা মোশাররফ করিম ও নাট্যকার বৃন্দাবন দাশ। শামীম জামানের গানগুলো সুর করেছেন অমিত, বৃন্দাবন দাশের গানটি সুর করেছেন শামীম জামান এবং মোশাররফ করিমের গানটি সুর করেছেন মোশাররফ করিম নিজেই। এ ছাড়া তিনটি গান রয়েছে সংগৃহীত। এ প্রসঙ্গে শামীম জামান বলেন, 'অ্যালবামের পরিকল্পনাটা আমার। সিডি চয়েস বলেছিল আমার গান নিয়ে একটি একক অ্যালবাম করার জন্য। চট করে মাথায় এল, আমরা যারা থিয়েটার করছি, তাদের তো গানও গাইতে হয়। কাজেই কয়েকজন জনপ্রিয় অভিনেতা যাঁরা ভালো গাইতে পারেন, তাঁদের নিয়ে অ্যালবাম করা যেতে পারে। পরিকল্পনা ছিল পাঁচজন গাইব। কিন্তু মোশাররফ করিম শেষ পর্যন্ত গাইতে পারেননি। এ অ্যালবামে ধারাবাহিক নাটক 'জামাই মেলা'র শীর্ষ সংগীতটির পরিপূর্ণ ভার্সনও রাখা হয়েছে। সব মিলিয়ে গানগুলো শ্রোতাদের জন্য আকর্ষণীয় হবে বলেই আমাদের বিশ্বাস।' অ্যালবামটি ঈদ উপলক্ষে রোজার প্রথম সপ্তাহেই বাজারে আসবে।
In : মোশাররফ করিম