ঈদের একটি টেলিছবিতে অভিনয় করতে যাচ্ছেন পপি ও মাহফুজ আহমেদ।
http://www.dailykalerkantho.com/admin/news_images/240/thumbnails/image_240_76781.jpg

 ইমদাদুল হক মিলনের রচনা ও মাহবুবা ইসলাম সুমির পরিচালনায় 'ফিরে যাওয়ার বেলা' নামে টেলিছবিতে অভিনয় করবেন তাঁরা। নাটকে অভিনয়ও করবেন সুমি। ৪ আগস্ট থেকে নেপালের বিভিন্ন জায়গায় টেলিছবিটির শুটিং হবে বলে জানান পরিচালক। সুমি বলেন, 'এটি একটি ত্রিভুজ প্রেমের টেলিছবি। লোকেশনে বৈচিত্র্য আনার জন্যই নেপালে শুটিং করতে যাচ্ছি।' আসছে ঈদে টেলিছবিটি চ্যানেল আইতে প্রচার হবে।