http://www.dailykalerkantho.com/admin/news_images/240/thumbnails/image_240_76785.jpg

আগে দীপিকা অবশ্য সাইফ আলী খানকে চুমু খেয়েছেন। কিন্তু নীল নিতিন মুকেশ এবারই প্রথম। বলিউডে অভিষেকের পর এবারই প্রথম চুম্বন দৃশ্যে অভিনয় করলেন নীল। 'লাফাঙ্গে পারিন্দে' ছবিতে দীপিকাকে চুমু খাওয়ার আগ পর্যন্ত যত ছবিতে অভিনয় করেছেন, সবগুলোতেই চুম্বন দৃশ্যে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন নীল। ফিরিয়ে দিয়েছিলেন এবারও। কিন্তু ছবির পরিচালক প্রদীপ সরকারের জোরাজুরিতে শেষ পর্যন্ত রাজি হয়েছেন। কিন্তু তা নিয়ে বোধহয় বেশ অস্বস্তির মধ্যেই আছেন বেচারা। তাই বুঝি দীপিকার সঙ্গে নিজের প্রথম চুম্বন দৃশ্যে অভিনয় সম্পর্কে অবশ্য কোনো মন্তব্য জানাতে রাজি হননি